সর্বশেষ :
বাগেরহাটে হিন্দু ধমাবলম্বীদের   সাথে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নেতা   মোরেলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মোরেলগঞ্জে গৃহিনীকে চিকিৎসার নামে গোপন কক্ষে নিয়ে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড দিয়োগো জোতার শেষকৃত্যে দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা জাহানারার যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মুশফিকুর রহিম, দোষীদের শাস্তির দাবি হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল, টি-টোয়েন্টি ১২ টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় তরুণ মালিঙ্গা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্পোর্টস: হংকং ইন্টারন্যাশনাল সিঙ্েেসর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরে বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে। নির্ধারিত ৬ ওভারে ২১টি ছক্কা হজম করতে হয়েছে বাংলাদেশের বোলারদের। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রান তুলে নতুন রেকর্ড গড়ে দেয়, জবাবে ৫ উইকেটে ৯৫ রানেই থেমে যায় বাংলাদেশ।
ম্যাচ শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা ঝড় তুলেছে। ওপেনার বেন ম্যাকডারমট ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রানে বাধ্যতামূলকভাবে মাঠ ছাড়েন। উইলিয়াম বশিস্টো ৬ বলে ৩০ রান করে আউট হন। অধিনায়ক অ্যালেঙ্ রসের ব্যাট থেকে আসে ১১ বলে ৫০ রান, যেখানে ৭টি ছক্কা ও ২টি চার রয়েছে। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা লড়াই করতে পারেনি, এবং শেষ পর্যন্ত অজিরা ৬ ওভারে এই বিপুল রান তোলে।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই বিপাকে পড়ে। প্রথম ওভারে ৩ উইকেট হারায় দল। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মোসাদ্দেক হোসেন সৈকত আউট হন। মাত্র ১৯ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় বিপর্যয়কর অবস্থায়। এরপর রকিবুল হাসান ও আবু হায়দার রনি ৬০ রানের জুটি গড়ে দলকে কিছুটা সান্তনা দেয়। রকিবুল ১০ বলে ২৫ রান করেন, আর রনি ১৮ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসে দলকে শেষ পর্যন্ত পৌঁছে দেন ৯৫ রানে।
বল হাতে বাংলাদেশের বোলারদের খুব বেশি সুবিধা হয়নি। ক্রিস গ্রিন তিন উইকেট নেন, তবে দলের সামগ্রিক বোলিং তাণ্ডবের সামনে কার্যকর হয়নি। অস্ট্রেলিয়ার ব্যাটিং এতই শক্তিশালী ছিল যে, গ্রুপ পর্বের সর্বোচ্চ রান রেকর্ডও ভেঙে যায়।
এই জয় দিয়ে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তারা সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে, যিনি দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে ওঠেছেন। বাংলাদেশ নেমে গেছে প্লেট পর্বে, যেখানে রোববার তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।


এই বিভাগের আরো খবর