সর্বশেষ :
বাগেরহাটে হিন্দু ধমাবলম্বীদের   সাথে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নেতা   মোরেলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মোরেলগঞ্জে গৃহিনীকে চিকিৎসার নামে গোপন কক্ষে নিয়ে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড দিয়োগো জোতার শেষকৃত্যে দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা জাহানারার যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মুশফিকুর রহিম, দোষীদের শাস্তির দাবি হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল, টি-টোয়েন্টি ১২ টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় তরুণ মালিঙ্গা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় তরুণ মালিঙ্গা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্পোর্টস: শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তান সফরের জন্য নতুন রূপে সাজানো হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ভানুকা রাজাপাকসে, আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার ইশান মালিঙ্গা।
রাজাপাকসে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন চলতি বছরের শুরুতে। এরপর দুইটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে ছিলেন না তিনি। তবে সাম্প্রতিক এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চার ইনিংসে ১৬৩ স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং করে আবারও নির্বাচকদের নজর কাড়েন। দলের মিডল অর্ডারে শক্তি ফেরাতেই তার প্রত্যাবর্তন বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
অন্যদিকে, ২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটার পবন রথনায়েকে পেয়েছেন ওয়ানডে দলে সুযোগ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই এই সুযোগ মিলেছে বলে জানা গেছে। তরুণ পেসার ইশান মালিঙ্গা শুধু টি-টোয়েন্টি নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দলে জায়গা পেয়েছেন। হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় দিলশান মাদুশাঙ্কার জায়গায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি মাথিশা পাথিরানাকে। তার পরিবর্তে এসেছেন আসিথা ফার্নান্দো। একইসঙ্গে, বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে এবার কোনো ফরম্যাটেই দলে নেই। তবে তিনি নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কা ‘এ’ দলকে, যারা অংশ নেবে দোহায় অনুষ্ঠিতব্য ‘রাইজিং স্টারস টি-টোয়েন্টি এশিয়া কাপে’।
শ্রীলঙ্কা দলের সহঅধিনায়ক হিসেবে থাকছেন দাসুন শানাকা। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর, ১৩ নভেম্বর ও ১৫ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভেন্ডারসে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ইশান মালিঙ্গা।
টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা (সহঅধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুশান হেমান্থা, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।

 


এই বিভাগের আরো খবর