বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৮২২৭ ম্যাচে বাজি ধরেছিলেন এক রেফারি!

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

খেলাধুলা:তুরস্কের ক্লাব ফুটবল কিছুদিন পরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে খবরের শিরোনামে আসে। এবার ভয়াবহ একটি তথ্য প্রকাশ করল তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। পেশাদার ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে তারা ৩৭১ রেফারির বিরুদ্ধে তদন্তে নেমেছে। যাদের মধ্যে স্রেফ একজন রেফারিই নাকি ১৮২২৭ ম্যাচে বাজি ধরেছেন। এ ছাড়া ১০ রেফারির বিরুদ্ধে ১০ হাজার ম্যাচে বাজি ধরার অভিযোগ আছে। বিশ্ব ক্রীড়াঙ্গনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন বেটিং। এমন কর্মকাণ্ডে যে স্বয়ং ম্যাচ রেফারিও জড়িয়ে পড়বেন, তাও এত বেশি পরিমাণে সেটি হয়তো কারো ধারণাতে ছিল না। তুরস্কের ফুটবলে বর্তমানে ৫৭১ রেফারি কর্মরত আছেন, তাদের মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট থাকার দাবি করেছে টিএফএফ। গত সোমবার টিএফএফের সভাপতি ইব্রাহিম হাজিওসমানুগ্লু এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। টিএফএফ-এর তথ্যমতে, ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ রেফারির অন্তত একটি বেটিং অ্যাকাউন্টের তথ্য পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে ফুটবলে বাজি ধরেন। যেখানে আছেন সর্বোচ্চ পর্যায়ের সাতজন রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি। এ ছাড়া ১০ জন রেফারি ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন, তাদের মধ্যে কেবল একজন পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। বেটিংয়ে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ফেডারেশন শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইব্রাহিম হাজিওসমানুগ্লু, ‘আমরা জানি তুর্কি ফুটবলে পরিবর্তন দরকার। দেশের ফুটবলকে নোংরামি দূর করে শুদ্ধ অবস্থানে পৌঁছানো আমাদের দায়িত্ব। ফেডারেশন হিসেবে আমাদের বাড়ির উঠান পরিষ্কার করার মধ্য দিয়ে শুরু করেছি। বেটিং অ্যাকাউন্ট আছে এমন রেফারির মধ্যে সাতজন সর্বোচ্চ লেভেলের, ১৫ জন সহকারী, ৩৬ জন ক্লাসিফাইড রেফারি এবং ৯৪ জন ক্লাসিফাইড সহকারী রেফারি আছেন।’ টিএফএফ শৃঙ্খলাবিধির ৫৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী- ফুটবল ম্যাচে বেটিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তিন মাস থেকে এক বছর পর্যন্ত ম্যাচ পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হবে। তুরস্কের ক্রীড়া আইনমতে গত ৫ বছর ধরে বেটিংয়ের বিষয় বিবেচনায় নিয়ে শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন টিএফএফ সভাপতি হাজিওসমানুগ্লু, ‘শৃঙ্খলা কমিটির কাছে তাদের পাঠানো হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় শাস্তির মুখোমুখি হতে হবে।’


এই বিভাগের আরো খবর