সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিয়েতনামের হিউতে ২৪ ঘন্টায় ১.৭ মিটার বৃষ্টিপাতের রেকর্ড

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভিয়েতনামের কেন্দ্রীয় শহর হিউতে ২৪ ঘন্টায় এক মিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি দেশটির দুই দশক আগের জাতীয় রেকর্ডকে ভেঙে দিয়েছে। পরিবেশ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত হিউতে তিনটি পরিমাপক স্টেশনে ১ দশমিক ৭ মিটার (পাঁচ ফুট সাত ইঞ্চি), ১ দশমিক ১ মিটার এবং ১ দশমিক ০ মিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পূর্ববর্তী ২৪ ঘন্টার বৃষ্টিপাতের রেকর্ড ছিল ১৯৯৯ সালে হিউতে ০ দশমিক ৯৯ মিটার। সপ্তাহান্ত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সাবেক রাজকীয় শহর হিউ প্লাবিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তীব্র বন্যা এবং ভূমিধসের ঝুঁকির কারণে শনিবার থেকে চারটি মধ্য প্রদেশের ৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে স্কুল ও অন্যান্য সরকারি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় ও বন্যার মতো চরম আবহাওয়া আরও মারাত্মক ও ধ্বংসাত্মক হয়ে উঠছে।

 


এই বিভাগের আরো খবর