বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও ক্রিকেট অপারেশন্স ইনচার্জের দায়িত্বে শাহরিয়ার নাফীস

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

খেলাধুলা:বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জের দায়িত্বে ফিরেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। ক্রিকেট অপারেশনসে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছিলেন নাফীস। পরে তাকে ভিন্ন দায়িত্বে সরিয়ে দেওয়া হয়েছিল। বিসিবিতে লম্বা সময় ধরে কাজ করছেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে বিসিবির সাথে নতুন পরিচয়ে কাজ শুরু করেন নাফীস। ক্রিকেট অপারেশনসে ডেপুটি ম্যানেজার হিসেবে যোগ দেন তিনি। পরে ২০২২ সালের ১ জুলাই ক্রিকেট অপারেশনসের ইনচার্জ পদে উন্নীত হন নাফীস। গত আগস্টে তাকে ক্রিকেট অপারেশনস থেকে সরিয়ে এইচপি (হাই পারফরম্যান্স) বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ক্রিকেট অপারেশনসের ইনচার্জ পদে আনা হয়েছিল জামাল বাবুকে। এবার আবারও নিজের পুরনো দায়িত্বে ফিরলেন শাহরিয়ার নাফীস। বিসিবির মানবসম্পদ বিভাগ থেকে দায়িত্বে বদলের বিষয়ে নিশ্চিত হয়েছেন নাফীস। ক্রিকেট অপারেশনসের ইনচার্জ হিসেবে আবারও কাজ শুরু করবেন তিনি। এর বাইরেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বাংলাদেশ টাইগার্সের ইনচার্জ পদেও কাজ করবেন নাফীস। নতুন বোর্ডে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে দায়িত্বে আছেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগে ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার সময়েও ক্রিকেট অপারেশনসে ছিলেন ফাহিম। ক্রিকেটার হিসেবে লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন শাহরিয়ার নাফীস। খেলেছেন টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই। ছিলেন বাংলাদেশের অধিনায়কও। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ১০০ ম্যাচ খেলেছেন নাফীস। ৫টি সেঞ্চুরির সাথে হাঁকিয়েছেন ২০টি ফিফটি।

 


এই বিভাগের আরো খবর