সর্বশেষ :
মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা ডাঃ মারুফার, তদন্ত কমিটির রিপোর্ট অনিশ্চিত… চিতলমারীতে ২০ দিনেও ব্যবস্থা হয়নি সিলগালা করা সেই মিমি ক্লিনিকের চলছে চিকিৎসা   ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য  রাশিয়া এক সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলে নিল এজিয়ান সাগরে অভিবাসীদের নৌকাডুবি, নিহত ১৭ ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল কুয়ালালামপুরে , গ্রেপ্তার ৫০ থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের জীবনাবসান ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তি চুক্তি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ শান্ত টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভারতের ইন্দোরে চলমান নারী বিশ্বকাপ চলাকালে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই সদস্যের সঙ্গে ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এক মোটরসাইকেল আরোহী তাদের শরীরে অযাচিত ‘স্পর্শ’ করেছে। বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘অস্ট্রেলিয়ান নারী দলের দুই সদস্য ইন্দোরে হাঁটতে বেরিয়েছিলেন একটি ক্যাফেতে যাওয়ার পথে। সেই সময় এক মোটরসাইকেল আরোহী তাদের কাছে এসে অনুপযুক্ত আচরণ করে ও স্পর্শ করে। বিষয়টি সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় পুলিশকে জানান, এবং পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।’ অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ দাখিল করার পরই ইন্দোর পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে, যখন দুই ক্রিকেটার তাদের হোটেল থেকে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকি ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আমি রাজ্য পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি এবং আশা করছি আইন অনুযায়ী অপরাধীর যথাযথ শাস্তি হবে।’ বর্তমানে পুলিশ নিরাপত্তা প্রটোকলে কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে। এই ঘটনার পর নারী বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর