মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জার্মান সরকারের আর্থিক সহায়তায় একটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। সোমবার(২৭ অক্টোবর) কচা নদীর তীরে ফাশিয়াতলা গ্রামে নির্মাণ কাজ শেষে সোমবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন ভবনটির জমিদাতা মো. সেলিম হাওলাদর। জার্মান সরকার অত্যাধুনিক এ সাইক্লোন শেল্টারটি নির্মাণের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায় করেছে।
যে কোন ধরণের দুর্যোগে স্থানীয় ৪ শতাধিক মানুষ এ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবে। শেল্টারটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, বীজ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বায়োগ্যাস, সুপেয় পানি, নারীদের জন্য আলাদা কক্ষ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। গবাদি পশুর জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। ##