মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের জীবনাবসান

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

থাইল্যান্ডের সাবেক রানি ও রাজা মাহা ভজিরালংকর্নের মা সিরিকিতের জীবনাবসান ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। থাই রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, রানি সিরিকিত দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি মাসে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। তার দেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত রাখা হবে। রাজা মাহা ভজিরালংকর্ন মায়ের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দেশ দিয়েছেন। রাজপরিবারের সদস্যরা এক বছর শোক পালন করবেন।

সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে দীর্ঘতম সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। দাম্পত্য জীবনে তারা ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। ১৯৫০ সালে ব্যাংককে রাজা ভূমিবলের অভিষেকের মাত্র এক সপ্তাহ আগে তারা বিয়ে করেন।

বিবিসির তথ্যমতে, ফ্রান্সে সঙ্গীত নিয়ে পড়াশোনার সময় রাজা ভূমিবলের সঙ্গে তার পরিচয় হয়। সেই সময় সিরিকিতের বাবা ছিলেন ফ্রান্সে থাইল্যান্ডের রাষ্ট্রদূত। পরে দম্পতি হিসেবে ১৯৬০-এর দশকে তারা বিশ্বভ্রমণে বের হন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুইট ডি আইজেনহাওয়ার, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ও সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গেও সাক্ষাৎ করেন।

রানি সিরিকিত থাইল্যান্ডে ‘মা’ নামে পরিচিত ছিলেন। ১৯৭৬ সাল থেকে তার জন্মদিন ১২ আগস্ট থাইল্যান্ডে জাতীয় মা দিবস হিসেবে পালন করা হয়। ২০১২ সালে স্ট্রোক করার পর থেকে তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েকে রেখে গেছেন।

থাই সরকারের মুখপাত্র জানিয়েছেন, রানির মৃত্যুর কারণে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আসন্ন আসিয়ান নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এ সময় দেশজুড়ে রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে কালো পোশাক পরিধান ও শোকসঙ্গীত বাজানোর আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর