সর্বশেষ :
প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা ডাঃ মারুফার, তদন্ত কমিটির রিপোর্ট অনিশ্চিত… চিতলমারীতে ২০ দিনেও ব্যবস্থা হয়নি সিলগালা করা সেই মিমি ক্লিনিকের চলছে চিকিৎসা   ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য  রাশিয়া এক সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলে নিল এজিয়ান সাগরে অভিবাসীদের নৌকাডুবি, নিহত ১৭ ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল কুয়ালালামপুরে , গ্রেপ্তার ৫০ থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের জীবনাবসান ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তি চুক্তি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ শান্ত টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এজিয়ান সাগরে অভিবাসীদের নৌকাডুবি, নিহত ১৭

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বোদরুম উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবার নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন অনিয়মিত অভিবাসী ও একজন মানব পাচারকারী ছিলেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে এজিয়ান সাগরে।

স্থানীয় গভর্নরের দপ্তর জানায়, রাত ১টার কিছু পর এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে কর্তৃপক্ষকে খবর দেন যে নৌকাটি ডুবে গেছে। ওই অভিবাসী জানান, মোট ১৮ জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। পানি ঢোকার মাত্র ১০ মিনিটের মধ্যেই সেটি ডুবে যায়। পরে তিনি সাঁতরে চেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন, যা করতে তার ছয় ঘণ্টা লেগেছিল।

দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কের কোস্টগার্ড দ্রুত অভিযান শুরু করে। চারটি উদ্ধার নৌকা, একটি হেলিকপ্টার ও একটি বিশেষ ডাইভিং দল নিখোঁজদের সন্ধানে অংশ নেয়। তারা সমুদ্র থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করে এবং দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

বোদরুম শহরটি গ্রিসের কোস দ্বীপ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। এই পথটি ইউরোপে প্রবেশের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। প্রতিবছর উত্তর আফ্রিকা, সিরিয়া ও আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের নানা দেশের হাজারও অভিবাসী এই রুটে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যানুযায়ী, ২০২৫ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত এক হাজার ৪০০ অভিবাসীর মৃত্যু হয়েছে। সংগঠনটি জানায়, চলমান বছরেও এজিয়ান সাগরে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে একটি চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। এরপর থেকে দেশটি প্রায় ২৫ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যাদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক। তবু সীমান্তপথে অভিবাসীদের মৃত্যুর মিছিল থামছে না।


এই বিভাগের আরো খবর