স্পোর্টস: পাকিস্তানের টি-টোয়েন্টি দলে দীর্ঘ সময় পর ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং পরবর্তী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
বাবর আজম দীর্ঘদিন স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে ছিলেন এবং গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। এশিয়া কাপের ব্যর্থ পারফরম্যান্সের পর আবারও তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেসার নাসিম শাহও টি-টোয়েন্টি দলে ফিরেছেন, পাশাপাশি নতুন সংযোজন হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক। রিজার্ভ সদস্য হিসেবে রাখা হয়েছে ফখর জামান ও হারিস রউফকে।
দলে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। বাবরের ফেরা প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান ব্যাটিংয়ের অভিজ্ঞতা ও স্থিতিশীলতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। “বাবরের অভিজ্ঞতা এবং অনবদ্য ফিটনেস দলের জন্য বড় সহায়ক হবে,”বলেছেন ক্রিকেট বিশ্লেষক আমজাদ চৌধুরী।
৩৬ বছরের বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪২২৩ রান করেছেন, গড় ৪০-এর কাছাকাছি, ৩৬টি ফিফটির সঙ্গে রয়েছে ৩টি সেঞ্চুরি। গত বছর পর্যন্ত তার দীর্ঘ সময়ের অনুপস্থিতি দলের মধ্যে শূন্যতা তৈরি করেছিল।
পিসিবি জানিয়েছে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর। লাহোর ও রাওয়ালপিন্ডির মাঠে খেলা হবে এই ম্যাচগুলো। পরবর্তী ত্রিদেশীয় সিরিজ হবে ১৭ থেকে ২৯ নভেম্বর। ওয়ানডে স্কোয়াডও এই সফরের জন্য একই সময়ে ঘোষিত হয়েছে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।
রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম
পাকিস্তানের ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসীবুল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা।