সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।।

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 বাগেরহাট ব্যুরো চীফ: বাগেরহাটে একটি স্থানীয় হোটেলের হল রুমে
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে  শনিবার ,( ২৫অক্টোবর) সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ. হাসিব, এবং প্রশিক্ষণ পরিচালনা করেন এম আই পিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সচেতনতা, জেন্ডার রোল ও চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর অনুশীলনে অংশ নেন।
সভা ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (বুলু), পৌর বিএনপির নেতা সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, পিএফজি অ্যাম্বাসেডর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শহীদুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শরিফুল ইসলাম, জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাজরা সহিদুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির সদস্য নুসরাত বাধন, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর মোহব্বত হোসেন,  সাংবাদিক ইয়ামিন আলী, সৈয়দ শওকত হোসেন, সাকির  হোসেন,ইমাম মো. জিল্লুর রহমান, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি মারকুস রাসেল, পুরোহিত রাজীব চক্রবর্তী, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্য তাসলিমা ও পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শান্তি স্থাপন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে।”
সভায় উপস্থিত সদস্যরা বাগেরহাট সদর উপজেলায় বিভিন্ন ধরনের পিস ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।


এই বিভাগের আরো খবর