ফকিরহাট প্রতিনিধি:-বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ফকিরহাট উপজেলা ভূমি অফিসের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সার্ভেয়ার শহীদুল ইসলাম দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও জনবান্ধব কর্মকর্তা। তাঁর বদলিতে সাধারণ মানুষ সেবা পেতে ভোগান্তিতে পড়বে। তাই দ্রুত তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় ফকিরহাটে বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় এলাকাবাসীর পক্ষে মোজাফফর শেখ বলেন, “আমরা এসিল্যান্ড অফিসে কোনো কাজ নিয়ে গেলে শহীদুল ভাই আন্তরিকতার সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করে দেন। তাই আমরা চাই, তাঁকে ফকিরহাটেই রাখা হোক।কাজী শাহেনশাহ বলেন, শহীদুল ভাই সবসময় সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকভাবে সহযোগিতা করেন। জমি-সংক্রান্ত জটিল সমস্যারও দ্রুত সমাধান দেন, যা সত্যিই প্রশংসনীয়।”বাহিরদিয়া ইউনিয়নের কামরুল শেখ বলেন, “আমরা সেবাগ্রহীতাদের মুখে সবসময় সার্ভেয়ার শহীদুল ভাইয়ের সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা শুনি। তাঁর মতো কর্মকর্তা বদলি হলে সাধারণ মানুষ সেবা পেতে বিপাকে পড়বে।
শেষে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয় সার্ভেয়ার মো. শহীদুল ইসলামকে পুনরায় ফকিরহাট উপজেলায় তাঁর বর্তমান কর্মস্থলে বহাল রাখা হোক।