সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি:-বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ফকিরহাট উপজেলা ভূমি অফিসের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সার্ভেয়ার শহীদুল ইসলাম দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও জনবান্ধব কর্মকর্তা। তাঁর বদলিতে সাধারণ মানুষ সেবা পেতে ভোগান্তিতে পড়বে। তাই দ্রুত তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় ফকিরহাটে বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় এলাকাবাসীর পক্ষে মোজাফফর শেখ  বলেন, “আমরা এসিল্যান্ড অফিসে কোনো কাজ নিয়ে গেলে শহীদুল ভাই আন্তরিকতার সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করে দেন। তাই আমরা চাই, তাঁকে ফকিরহাটেই রাখা হোক।কাজী শাহেনশাহ বলেন, শহীদুল ভাই সবসময় সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকভাবে সহযোগিতা করেন। জমি-সংক্রান্ত জটিল সমস্যারও দ্রুত সমাধান দেন, যা সত্যিই প্রশংসনীয়।”বাহিরদিয়া ইউনিয়নের কামরুল শেখ বলেন, “আমরা সেবাগ্রহীতাদের মুখে সবসময় সার্ভেয়ার শহীদুল ভাইয়ের সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা শুনি। তাঁর মতো কর্মকর্তা বদলি হলে সাধারণ মানুষ সেবা পেতে বিপাকে পড়বে।
শেষে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয় সার্ভেয়ার মো. শহীদুল ইসলামকে পুনরায় ফকিরহাট উপজেলায় তাঁর বর্তমান কর্মস্থলে বহাল রাখা হোক।


এই বিভাগের আরো খবর