স্পোর্টস: মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। এক মাসেরও বেশি সময় চোটে বাইরে থাকার পর দলে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লা লিগায় রেয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। এবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই উইঙ্গার।
বুধবার বার্সেলোনার এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন রাফিনিয়া। তার সঙ্গে ফিরেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেসও। তবে অসুস্থতার কারণে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এখনও মাঠের বাইরে আছেন। পাশাপাশি গাভি, হোয়ান গার্সিয়া, দানি ওলমো ও রবের্ত লেভানদোভস্কিকে ক্লাসিকোয় পাওয়া যাবে না।
রাফিনিয়ার অনুপস্থিতিতে দলের আক্রমণভাগে ঘাটতি দেখা দিয়েছিল। তাই কোচ হান্সি ফ্লিকের কাছে তার ফেরা এক বড় স্বস্তির বিষয়। কাতালান সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, রাফিনিয়ার প্রত্যাবর্তন “বার্সেলোনার জন্য মনস্তাত্ত্বিক এক বড় শক্তি”। যদিও এখনই তাকে পুরো ম্যাচ খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ক্লাবটি, তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে তাকে মাঠে দেখা যেতে পারে।
লা লিগার পয়েন্ট টেবিলে এখন রেয়াল মাদ্রিদ ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শিরোপাধারী বার্সেলোনা। আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ম্যাচটি শুধু পয়েন্ট নয়, বরং মর্যাদা ও আত্মবিশ্বাসের লড়াই হিসেবেও সমান গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।
বিশেষজ্ঞরা বলছেন, রাফিনিয়ার ফেরা তরুণ লামিন ইয়ামালের ওপরের চাপ অনেকটাই কমাবে এবং বার্সেলোনার আক্রমণভাগে নতুন গতি আনবে। তার ডান প্রান্তের ক্রস, গতি এবং দিক পরিবর্তনের দক্ষতা রিয়ালের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।