নিজস্ব প্রতিবেদক | কুতুবদিয়া কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রকাশ্যে দিবালোকে মোহাম্মদ বাপ্পী (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৭ অক্টোবর নিহত বাপ্পীর মা রোজিনা আকতার বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৬–৭ জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখিত আসামিরা হলেন—ধৃত আকতার হোছাইন, তার তিন মামাতো ভাই এনসিপির কুতুবদিয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী রিদোয়ানুজ্জামান হেলালী, সামশুজ্জামান দুদু, মিছবাহ উদ্দিন, একই গ্রামের ইমরান, আরাফাত, হান্নান, রুবেল ও দেলোয়ার।
মামলা নম্বর–২৭, তারিখ–২৭ অক্টোবর ২০২৫।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ বাপ্পী নিহত হন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ আকতার হোছাইন নামের একজনকে আটক করে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, মামলা হওয়ার পরও এখনো পর্যন্ত চিহ্নিত আসামিদের ধরতে পুলিশের তৎপরতা চোখে পড়েনি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।”
তবে সাংবাদিকদের মামলার কপি দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। অথচ মামলার এজাহারের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে ৭নং আসামিসহ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে এজাহারে উল্লেখ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।