সর্বশেষ :
সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা ডাঃ মারুফার, তদন্ত কমিটির রিপোর্ট অনিশ্চিত… চিতলমারীতে ২০ দিনেও ব্যবস্থা হয়নি সিলগালা করা সেই মিমি ক্লিনিকের চলছে চিকিৎসা   ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য 
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অলিম্পিয়াকোসের জালে বার্সার গোল উৎসব

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ক্লাসিকোর ঠিক পাঁচ দিন আগে যেন ছন্দ খুঁজে পেল বার্সেলোনা। গত মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-১ গোলের দাপুটে জয়ে একদিকে আত্মবিশ্বাস ফিরে পেল হানসি ফ্লিকের দল, অন্যদিকে নিজের নামটা নতুন করে আলোচনায় তুললেন ফেরমিন লোপেজ। হুয়েলভার এই তরুণ মিডফিল্ডার করলেন অসাধারণ হ্যাটট্রিক-আর তার সঙ্গেই ক্লাসিকোর পথে বার্সা যেন বার্তা ছুঁড়ে দিল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে। লুইস কম্পানিস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা যদিও বার্সার জন্য সহজ ছিল না। প্রথম মিনিটেই রক্ষণভাগের ঢিলেমিতে বিপদে পড়ে গিয়েছিল দল, কিন্তু গোলরক্ষক শেজনির চমৎকার সেভে রক্ষা পায় তারা। এরপরই শুরু হয় ফেরমিন-ঝড়। লামিন ইয়ামালের এক ব্যর্থ আক্রমণ থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। সেখান থেকেই বদলে যায় ম্যাচের ধারা। মাঝমাঠে তার দৌড়ঝাঁপ, ট্যাকল, আর দ্রুত পাসে বার্সা ফিরে পায় হারানো তাল। বল দখলে অলিম্পিয়াকোস চাপ দিলেও সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের শেষদিকে পেদ্রির অসাধারণ রিকভারির পর তরুণ ফুটবলার ড্রো পাস দেন ফেরমিনকে, আর তিনি নিখুঁত ফিনিশিংয়ে ২-০ করেন স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে কিছুটা অনিশ্চয়তা ফিরেছিল। এরিক গার্সিয়ার ফাউল থেকে পেনাল্টি পেয়ে গোল শোধ করে অলিম্পিয়াকোস, যদিও রিপ্লেতে দেখা যায় অফসাইড পজিশনে ছিলেন কাবি। পরক্ষণেই বিতর্কিত লাল কার্ডে মাঠ ছাড়েন হেজে, আর সেখানেই ম্যাচের দিক পুরোপুরি ঘুরে যায় বার্সেলোনার পক্ষে। শেষ ৩০ মিনিটে বার্সা ছিল অপ্রতিরোধ্য। ইয়ামাল পেনাল্টি থেকে গোল করেন, দুইবার জালের দেখা পান রাশফোর্ড, আর নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ফেরমিন-সবগুলোই বাঁ পায়ে। বলা চলে, তথাকথিত ‘দুর্বল পা’ দিয়েই বার্সাকে উড়িয়ে নিলেন তিনি। এই জয়ের পর লা লিগার সবচেয়ে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে বার্সা শিবির। কোচ ফ্লিকের মুখেও দেখা গেছে স্বস্তির হাসি। ক্লাসিকোর আগে এটাই ছিল হয়তো সবচেয়ে দরকারি সংকেত-দলটি আবারও ‘সত্যিকারের বার্সেলোনা’-র ছন্দে ফিরছে।


এই বিভাগের আরো খবর