সর্বশেষ :
সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা ডাঃ মারুফার, তদন্ত কমিটির রিপোর্ট অনিশ্চিত… চিতলমারীতে ২০ দিনেও ব্যবস্থা হয়নি সিলগালা করা সেই মিমি ক্লিনিকের চলছে চিকিৎসা   ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য 
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদোকে ছাড়াই ভারতে আসলো আল-নাসর

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আজ বুধবার ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ রয়েছে সৌদি ক্লাব আল নাসরের। সেই ম্যাচ খেলতে গত সোমবার রাতেই ভারতে চলে এসেছে গোটা দল। সেই দলে ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তিনি যে থাকবেন না সেই সম্ভাবনাই ছিল বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল, গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা না জানানোয় রোনালদো-ভক্তদের আশা ছিল। গোয়ার তরফে বহুবার আল নাসরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনালদো ম্যাচটি খেলেন। সেই অনুরোধ রাখা হয়নি। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসর। কোনোটিতেই খেলেননি রোনালদো। তার সঙ্গে আল নাসরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনালদো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। রোনালদোকে দেখা যাবে না-এমন খবর ভারতে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বিশেষ করে গোয়ায়, যেখানে তার আগমন নিয়ে গত কয়েক দিন ধরেই ছিল তুমুল আলোচনা ও উৎসাহ। রোনালদোর অনুপস্থিতি নিশ্চিত হওয়ার আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন স্থানীয়দের উন্মাদনার কথা। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর গোয়া সফরের সম্ভাবনার খবর গোয়া নয়, পুরো ভারতজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। তার গোয়া সফর আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত হতো।” রোনালদো ভারতে আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। দিন দুয়েক আগে আল ফাতেহর বিরুদ্ধে রোনালদো গোল দেখে সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তাদের হতাশই হতে হচ্ছে। অবশ্য গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসর দলকে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।


এই বিভাগের আরো খবর