সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তি পাচ্ছে সুইফটের নতুন অ্যালবাম

প্রতিনিধি: / ৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিশ্ববিখ্যাত পপস্টার টেইলর সুইফটের দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’ প্রকাশ পাচ্ছে আগামী শুক্রবার। ১২টি গান নিয়ে সাজানো এই অ্যালবামকে ঘিরে চলছে বিশেষ আয়োজন। মুক্তির অংশ হিসেবে তিন দিনের জন্য প্রদর্শিত হবে অনুষ্ঠান ‘দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব অ্যা শোগার্ল’, যেখানে দেখানো হবে লিড সিঙ্গেল ‘দ্য ফেট অব ওফেলিয়া’-এর মিউজিক ভিডিও, গানগুলোর পেছনের গল্প এবং পর্দার আড়ালের নানা মুহূর্ত। ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যালবামের প্রচারণায় নতুন সংযোজন হিসেবে নিউইয়র্কে চালু হচ্ছে স্পটিফাইয়ের বিশেষ পপ-আপ এঙ্পেরিয়েন্স। এ ছাড়া অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে টেইলর সুইফট জনপ্রিয় টকশো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-তে শুক্রবার এবং জিমি ফেলনের টুনাইট শো-তে রোববার উপস্থিত থাকবেন। এসব আয়োজন দর্শক ও ভক্তদের মধ্যে অ্যালবাম নিয়ে প্রত্যাশা আরও উঁচুতে তুলেছে। তবে ভক্তদের কৌতূহল বেড়েছে প্রচারণার ছবি ও ভিডিওতে বারবার দৃশ্যমান হওয়া জোড়ায় জোড়ায় এঙ্টি সাইন নিয়ে। অনেকেই মনে করছেন, এটি হয়তো অ্যালবামের গোপন বার্তা বা কোনো গ্র্যান্ড ফিনালে-সংক্রান্ত ইঙ্গিত। বিষয়টি আরও জোরদার হয়েছে টেইলরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তিনি লিখেছেন-‘একজন শোগার্ল জানে, তার সেরা কিছু খেলা সে রেখে দেয় গ্র্যান্ড ফিনালের জন্য।’ এদিকে টেইলর সুইফটের অ্যালবাম প্রকাশ ঘিরে সারপ্রাইজ দেওয়া নতুন কিছু নয়। এর আগেও তিনি ভক্তদের চমকে দিয়েছেন মধ্যরাতে নতুন সংস্করণ বা বাড়তি গান প্রকাশ করে। যদিও এবারে টেইলর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অতিরিক্ত কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই তার। তবে ভক্তদের আশা-তিনি হয়তো ঘোষণা করবেন নতুন বিশ্বভ্রমণ কনসার্ট, ডকুমেন্টারি কিংবা ইরাস ট্যুর চলচ্চিত্রের সিক্যুেয়লের।


এই বিভাগের আরো খবর