সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, এলোপাতাড়ি ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুব জামায়াতের এক নেতা খুন হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে খুনের এ ঘটনা ঘটে। নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনে হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন।  তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

অপর দিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। সে নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি এবং একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূর তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরো দুই যুবক মিলে নতুন মহাল বাজারে প্রকাশ্যে মানুষের সামনে আমজাদ হোসেনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। তিনি গুরুতর জখম হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।  প্রত্যক্ষদর্শীরা আমজাদ কে উদ্ধার করে ঈদগাঁওর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমজাদের বড় ভাই, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নির্মমভাবে আমার ভাইকে খুন করেছে। আমি এর বিচার ও খুনিদের ফাঁসি চাই।

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, ঘাতক রাফির পরিবার আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এ খুনের ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নৃশংসভাবে আমজাদকে খুনের প্রতিবাদে আজ মঙ্গলবার চৌফলদণ্ডীর নতুন মহাল বাজারে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইউনিয়ন জামায়াত এমারত।


এই বিভাগের আরো খবর