টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ছিল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ আয়োজন হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। তবে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে নিজেদের ম্যাচ খেলতে হতো ভারতের মাটিতেই। এ বিষয়ে অবস্থান পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল বুধবার (২১ জানুয়ারি)। তাতেও সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়।
ভারতে না গেলেও বিশ্বকাপে থাকতে মরিয়া ছিল বাংলাদেশ। সে কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে বিরোধ নিষ্পত্তি কমিটিতে আবেদন জানানো হয়। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, আইসিসির নিয়মের ১.৩ ধারা অনুযায়ী আইসিসি বা তাদের অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার ডিআরসির নেই। ফলে বাংলাদেশের আবেদন খারিজ করে দেওয়া হয়।
এর আগে আইসিসির এক ভোটাভুটিতে বাংলাদেশ ১৪ ২ ব্যবধানে পরাজিত হয়। সেই সিদ্ধান্তের পরই বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বদলে কোন দেশ সুযোগ পেতে পারে, সে ঘোষণা আসতে পারে শনিবার।
শেষ পর্যন্ত সেই ঘোষণাই আসে শনিবার (২৪ জানুয়ারি)। ক্রিকবাজ জানায়, ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এই টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার (৭ ফেব্রুয়ারি)। স্কটল্যান্ড জায়গা পেয়েছে প্রাথমিক পর্বের গ্রুপ সি তে।
গ্রুপ পর্বে স্কটিশদের সূচিও চূড়ান্ত। তারা কলকাতায় খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি), ইতালির বিপক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের বিপক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি)। পরে মুম্বাইয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
এ বিষয়ে ক্রিকবাজ যোগাযোগ করেছিল ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে। তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ হয়েছে, যা স্কটল্যান্ডের অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে দেয়।
বাংলাদেশের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট থেকে বাদ পড়া নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় ধাক্কা। বিশ্বকাপের মতো মঞ্চে না থাকতে পারার প্রভাব পড়তে পারে আর্থিক দিকের পাশাপাশি ক্রিকেটারদের ভবিষ্যৎ পরিকল্পনাতেও।