শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে:   বাগেরহাটে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮  পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এম. পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাটের মোংলা উপজেলার পুরাতন আবাসিক এলাকায়  কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে সুমি বেগম নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় কোস্টগার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মোংলার রাতারাতি কলোনি এলাকায় তল্লাশি চালিয়ে ৬৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমি বেগমকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর