
বাগেরহাট প্রতিনিধিঃ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সর্বদলীয় সম্মিলিত কমিটি আরো দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সে অনুযায়ী আগামী রবি ও সোমবার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি এবং শনিবার থেকে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়।

বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন,
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্নে পালনের জন্য এ নতুন কর্মসূচি দেয়া হয়েছে। সে অনুযায়ী আসন পুনর্বহালের দাবিতে শনিবার থেকে গণস্বাক্ষর কর্মসূচি এবং রবি ও সোমবার জেলার সকল উপজেলার নির্বাচন অফিসগুলোতে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি । সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত চলবে।
তিনি আরোবলেন, আমাদের দাবী না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
তার বিপরীতে গেলো ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তবে যদি নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরে না আসে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা।