
মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ দীর্ঘ আড়াই বছর পর প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা আব্দুল মজিদ জব্বার। রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। তাঁর প্রত্যাবর্তনে মোরেলগঞ্জে কর্মী-সমর্থকদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা।

রবিবার সন্ধ্যায় বাগেরহাটের গোয়ালমাঠ থেকে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ মোটর শোভাযাত্রার মাধ্যমে আব্দুল মজিদ জব্বারকে বরণ করে নেয় দলীয় কর্মীরা। পথে গোয়ালমাঠ, সাইনবোর্ড, দৈবজ্ঞহাটী, আমতলা বাজার, কালিকাবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে তাকে ঘিরে পৃথক পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়।
রাত ৮টায় মোরেলগঞ্জ বাজারের কাপুরিয়াপট্টি সড়কে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ জব্বার বলেন,
“দলের মধ্যে কোনো বিভাজন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক ব্যানারে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এফ এম শামীম আহসান, পৌর বিএনপি নেতা ফারুক হোসনে সামাদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, ছাত্রদল নেতা কচি ও টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুল মজিদ জব্বারের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, বরং মোরেলগঞ্জের বিএনপির মাঠে নতুন প্রাণের সঞ্চার। তাঁর সংবর্ধনাকে কেন্দ্র করে পৌর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং উপচে পড়া জনসমাগম।