চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। আসর শুরুর আগে ১০ নম্বরে ছিল বাংলাদেশ, ৯ নম্বরে ছিল আফগানিস্তান। এই জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে আফগানদের সমান ২২২ হয়েছে। তবে পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশ। একাধাপ এগিয়ে টাইগাররা এখন ৯ নম্বরে, আর আফগানিস্তান একধাপ পিছিয়ে দশে নেমে গেছে। দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টে বড় পার্থক্য আছে। বাংলাদেশের পয়েন্ট ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩। এদিকে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো সম্ভাবনা টিকে আছে। শ্রীলঙ্ক-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তা না হলে রানরেটের জটিল সমীকরণ মেলাতে হবে।