শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন নতুন রোগী।

প্রতিবেদনে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৪১ জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৪০ হাজার ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮ হাজার ২৫২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান মনে করেন, ডেঙ্গু এখন মৌসুমি রোগের বাইরে গিয়ে সারাবছরের সমস্যায় পরিণত হয়েছে। তিনি বলেন, বৃষ্টি শুরু হলে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ে। তাই মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশা দমনে শুধু জেল-জরিমানা ও জনসচেতনতার প্রচারণা যথেষ্ট নয়। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর