শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদে

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ অধ্যাদেশের উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। একই সঙ্গে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান-সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত এই দুই আইন সংস্কারের অনুমোদনের ফলে কমিশনের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে, যা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।


এই বিভাগের আরো খবর