শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফুসফুস নষ্ট-আইসিইউতে ভর্তির খবর নিয়ে মুখ খুললেন আরশ খান

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ছোটপর্দার অভিনেতা আরশ খানকে থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে- এই অভিনেতার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে! এমনকি তিনি আইসিইউতে ভর্তি বলেও খবর প্রচার হয়েছে। তবে এই খবরগুলো দেখে মোটেও ভালো লাগেনি আরশের। তিনি জানালেন, বর্তমানে তার শারীরিক কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন। আরশ খান বলেন, ‘আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করার জন্য দেওয়া পোস্টের কারণে যারা আমাকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান, এমনটা না করার জন্য।’ তিনি লেখেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে। জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না। আগের নম্বরই আছে আমার। খবর ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেঙ্ট করুন, মিডসকলও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’ এর আগে তিনি ফেসবুকে লেখেন, ‘স্কুল জীবনে ফ্লেঙ্ করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেঙ্রে বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’ এরপর তিনি সবাইকে সতর্ক করে লেখেন, ‘বিশ্বাস কর, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেঙ্ আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছ, তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না। ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’


এই বিভাগের আরো খবর