রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান ট্রাম্পকে কটাক্ষ করলেন

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

‘বিগ বস’-এর মঞ্চে বসে কখন যে বিশ্বরাজনীতির প্রসঙ্গে চলে গেলেন সালমান খান, তা আঁচ করতে পারেননি কেউ। গত শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ ভাইজান মন্তব্য করেন-‘যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!’ সরাসরি নাম না করলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান সালমানের ইঙ্গিত আসলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। কখনও ভারত-পাকিস্তান, কখনও বা ইসরায়েল-ফিলিস্তিন। অথচ সংশ্লিষ্ট পক্ষগুলি বারবার তার সেই দাবি নাকচ করেছে। তবুও সমর্থকেরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে এল। নতুন এই পর্বটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সেই ক্লিপ। টুইটার থেকে রেডিট-সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখলেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!”অন্যজনের ভাষায়, “ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।” এমনকি কেউ ঠাট্টা করে লিখেছেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!”


এই বিভাগের আরো খবর