রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অশ্লীল স্পর্শের শিকার হয়েছিলেন অক্ষয়

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

কে বলেছে নির্যাতন কেবল নারীরাই সহ্য করেন? বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। নির্যাতনের শিকার হতে হয় পুরুষদেরও। কেউ চুপ করে যন্ত্রণা সহ্য করেন, কেউ আবার সাহস করে করেন প্রতিবাদ। বলিউডের জনপ্রিয় অক্ষয় কুমারও একসময় মুখ খুলেছিলেন নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। যা শুনলে শিউরে উঠবেন আপনি। ছোটবেলায় নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যেন বাবা-মায়েরা ভবিষ্যতে আরও সতর্ক হতে পারেন। সেই সাক্ষাৎকারে অক্ষয় জানান, তার সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফটে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফটম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়। অভিনেতা আরও জানান, আচমকাই তাকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীলভাবে ছুঁতে থাকে তার স্পর্শকাতর স্থানে। অক্ষয় তখন ছোট তবে যা হচ্ছে তা যে ঠিক হচ্ছে না সেটা আঁচ পেয়েছিলেন তিনি। সেখান থেকে কোনো মতে বেরিয়ে সবটা এসে বাবা-মাকে জানান তিনি। এমনকি বাবা-মা তার অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয় এবং ধরা পড়ে সেই ব্যক্তি। অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত। এ মুহূর্তে গোটা ভারত উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় আজও চলছে প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ।


এই বিভাগের আরো খবর