সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কলকাতায় শাহরুখ খান কেকেআরের খেলা দেখতে

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: গত কয়েক বছর যাবৎ আইপিএলে নিজের উপস্থিতি কমিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও দীর্ঘদিন ধরেই ভুগছে শিরোপা খরায়। তাই বলিউড বাদশাকেও মাঠে আনন্দ উৎসবে শামিল হতে খুব একটা দেখা যায়নি। তবে এবার চিত্র ভিন্ন। কলকাতার প্রথম ম্যাচেই এবার মাঠে হাজির ছিলেন বলিউড বাদশা। আর শাহরুখের উপস্থিতিতে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয়ও তুলে নিয়েছে তাঁর দল। গত শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেনে চলতি মৌসুমের প্রথম ম্যাচ খেলেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। টিমের খেলা দেখতে কলকাতা উড়ে এসেছেন বলিউড বাদশা। এ দিন সন্ধ্যা ৬টার দিকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান শাহরুখ। বিমানবন্দর থেকে সোজা চলে যান ইডেনে। দলের প্রথম খেলা দেখতে প্রত্যাশা মতোই কলকাতায় এসেছেন শাহরুখ। এদিন ম্যাচে কলকাতা নাইট রাইডার্সদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। ঘরের মাঠেই আইপিএল অভিযান শুরু করছে শাহরুখ বাহিনীর। ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ মানেই গ্যালারির সেরা আকর্ষণ শাহরুখ খান। দিনশেষে জয়ের হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালের পর আইপিএল জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছেন শাহরুখ। তাঁর হাতেই তুলে দিয়েছেন দলের সব দায়িত্ব। গত শনিবার ম্যাচের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন বলিউডের বাদশা। ইডেনে পৌঁছেও কেকেআর সমর্থকদের উদ্দেশে বিলিয়ে দেন নিজের ভালোবাসা। বিমানবন্দরেও ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুঁড়েছেন তিনি। এ বছর শাহরুখ খানের কেকেআর দলে অধিনায়ক শ্রেয়স আইয়ার। শাহরুখের দেখা পেতেই ইডেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। ম্যাচ শেষে মাঠে নেমে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। দেখা করেন টিমের খেলোয়াড়দের সঙ্গে, শুভেচ্ছাও জানান তাদের। সেই সঙ্গে গ্যালারি ভর্তি দর্শকদেরও অভিবাদন জানান কিং খান।

 


এই বিভাগের আরো খবর