সর্বশেষ :
মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলছে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও: মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ নুরের জ্ঞান ফিরেছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি  ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ৩ দেশ ইরানের আগের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায় চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি থাই প্রধানমন্ত্রী আদালতের রায়ে ক্ষমতা হারালেন পুলিশের গাড়িচাপায় তরুণের মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় তীব্র হয়েছে বিক্ষোভ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কি ছিলো সামান্থার জীবনের মোড় ঘোরানো সেই সাহসী সিদ্ধান্ত?

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অভিনয় করা অনেকেরই স্বপ্ন। কিন্তু সবার পক্ষে যা সম্ভব হয় না। এজন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং তাদের প্রতিভা সঠিকভাবে উপস্থাপন করতে হয়। তবে জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া অনেকই নিজেকে ভালো অবস্থানে নিয়ে এসেছেন। ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও তাদের মধ্যে একজন। ১৯৮৭ সালে ভারতের কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণকারী সামান্থার আসল নাম যশোদা। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। তার শৈশব কেটেছে চেন্নাইতে, যেখানে তিনি তার স্কুলজীবন শেষ করেছেন। দ্বাদশ শ্রেণীর পর তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এর ফলে তার উচ্চ শিক্ষার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। শিক্ষার খরচ মেটাতে মডেলিংয়ে একটি খণ্ডকালীন চাকরি শুরু করেন। এই সিদ্ধান্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মডেলিং চলাকালীন, আলোকচিত্রী এবং চলচ্চিত্র পরিচালক রবি বর্মণ সামান্থার প্রতিভা বুঝতে পেরেছিলেন। তিনিই ‘মস্কোভিন কাবেরী’ সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছিলেন বর্তমান সময়ের তুমুল আলোচিত এই অভিনেত্রীকে। তবে এই সিনেমার আগে গৌতম মেনন পরিচালিত তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’ মুক্তি পায়। এটি ছিল তামিল ‘ভিন্নাইথান্দি ভারুভায়া’র তেলেগু সংস্করণ। এরপর সামান্থা অভিনীত ‘ধুকুডু’ (২০১১), ‘সীথাম্মা ভাকিটলো সিরিমাল্লে চেট্টু’ (২০১২), ‘আত্তারিন্টিকি দারেদি’ (২০১৩), ‘কাঠ্ঠি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬), ‘২৪’ (২০১৬),‘মেরসালম’ (২০১২) বঙ্ অফিসে সফল হয়েছিল। এই অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে ওটিটি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মাধ্যমে ২০২১ সালে ওটিটিতে অভিষেক হয় তার। এতে ‘রাজি’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি। ২০১৭ সালে প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। কিন্তু ২০২১ সালেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০০ কোটি টাকার ভরণপোষণের দাবি ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে, তবে পরে এসব গুজব বলে উড়িয়ে দেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ রয়েছে সামান্থার। এতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ১০১ কোটি টাকা বলে অনুমান করা হয়।


এই বিভাগের আরো খবর