সর্বশেষ :
মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলছে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও: মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ নুরের জ্ঞান ফিরেছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি  ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ৩ দেশ ইরানের আগের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায় চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি থাই প্রধানমন্ত্রী আদালতের রায়ে ক্ষমতা হারালেন পুলিশের গাড়িচাপায় তরুণের মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় তীব্র হয়েছে বিক্ষোভ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫”। শনিবার (৩০ আগস্ট) সকালে বারইখালী স্টিল ব্রিজ সংলগ্ন মোরেলগঞ্জ মডেল একাডেমি প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি শুরু হয়।

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল“মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষার অন্তরায়।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। কেউ মোবাইল ফোনকে আধুনিক শিক্ষার সহায়ক হিসেবে ব্যাখ্যা করলেও, অধিকাংশের মতে এর অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সুশিক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল গফফার হাওলাদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইকন একাডেমির প্রতিষ্ঠাতা মীর মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিরা।
বিচারকের দায়িত্ব পালন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন এবং ঢাকা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক এসএম মহিদুল ইসলাম।
প্রতিযোগিতার মডারেটর ছিলেন বিশিষ্ট বিতার্কিক মোঃ মেজবাহ উদ্দিন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের নেতা লাবন্য রয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন—এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী মনোভাব, আত্মবিশ্বাস ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বাড়ায়। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা তৈরিতেও প্রতিযোগিতাটি সময়োপযোগী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকরা সংস্থার পরিচালক ও সাহিত্যিক এইচ এম সাখাওয়াত হোসেন, সরকারি এস এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছগির আহমেদ, ড. মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর মোঃ আবু সালেহ, পৌর যুবদল আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পলাশ,জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজক মোরেলগঞ্জ মডেল একাডেমির পক্ষ থেকে জানানো হয়— শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ নাহিদ মাহামুদ রুবেল।
শেষ পর্যন্ত ছোট্ট শিক্ষার্থীদের যুক্তি, বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের ঝলকানিতে প্রমাণ মিলেছে, আগামী প্রজন্মই গড়ে তুলবে আলোকিত বাংলাদেশ।


এই বিভাগের আরো খবর