শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড় অংকের জরিমানা গুনতে হচ্ছে পিএসজিকে

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

সমর্থকদের অসদাচরণের জন্য চ্যাম্পিয়নস লিগ বিজয়ী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) বড় অংকের আর্থিক জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। গত বৃহস্পতিবার ফরাসি চ্যাম্পিয়নদের প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা প্রায়। গেল মে মাসে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। ম্যাচ শেষে মাঠে অনুপ্রবেশ, আতশবাজি ফোটানো, বস্তু নিক্ষেপ, সম্পত্তির ক্ষতিসাধন ও অশোভন বার্তা প্রদর্শন করেন পিএসজির সমর্থকরা। কেউ কেউ স্মৃতি হিসেবে মাঠের ঘাসও তুলে নিয়ে যান। গোলপোস্টের পেছনের গ্যালারি থেকে হাজার হাজার সমর্থক মাঠে ঢ়ুকে পড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জরিমানার সবচেয়ে বড় অংশটি মাঠে অনুপ্রবেশ এবং আতশবাজি ব্যবহারের জন্য করা হয়েছে। পাশাপাশি সমর্থকদের জন্য এক ম্যাচের অ্যাওয়ে টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। যদিও তা পরবর্তী দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ২০২৪ মৌসুমটি ছিল পিএসজির ইতিহাসে অন্যতম সেরা। চ্যাম্পিয়নস লিগ এবং ফ্রেঞ্চ লিগ জয়ের পাশাপাশি তারা ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে। যদিও ফাইনালে চেলসির কাছে পরাজিত হয়েছে লুইস এনরিকের দল। তবে মাঠের বাইরের অনুশাসনহীনতা ও শৃঙ্খলা লঙ্ঘনের জন্য উয়েফার জারি করা শাস্তি পিএসজির ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন করেছে। এমন অনাকাঙিক্ষত পরিস্থিতিতে যেন আর পড়তে না হয় সেজন্য ভবিষ্যতে ক্লাবকে আরও দায়িত্বশীল হতে হবে।


এই বিভাগের আরো খবর