পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। এদের মধ্যে এক নারী ও একাধিক শিশু রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি পুরোনো একটি মর্টার শেলের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত লাক্কি মারওয়াত সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্রতিবেদনে আরও জানানো হয়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে।