রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিজ নির্ধারণী টেস্টে ২২৪ রানে অলআউট ভারত

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

ওভালে সিরিজ নির্ধারণী টেস্টে প্রথম ইনিংসে ভালো পুঁজি গড়তে পারেনি ভারত। ডানহাতি পেসার গুস এটকিনসনের তোপে ২২৪ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। এটকিনসন নিয়েছেন ৫ উইকেট। ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা ভারত আর ২০ রান যোগ করেই অলআউট হয়ে গেছে। দিনের দ্বিতীয় ওভারে জস টাঙয়ের বলে হাফসেঞ্চুরিয়ান করুন নায়ার (৫৭) ফিরে যান এলবিডব্লিউ হয়ে। এরপর গুস এটকিনসন লেজটা ছেঁটে দিতে বেশি সময় নেননি। বাকি ৩ উইকেটই শিকার করেন তিনি। ওয়াশিংটন সুন্দর আউট হন ২৬ করে। মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণ রানের খাতাই খুলতে পারেননি। সবমিলিয়ে ৩৩ রানে ৫ উইকেট এটকিনসনের। আরেক পেসার জশ টাঙয়ের শিকার ৫৭ রানে ৩ উইকেট।


এই বিভাগের আরো খবর