আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি অপরাধী সংশোধন কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে নিহত হয়েছেন ১৬ জন এবং আহত হয়েছেন অন্তত ৩৫ জন। জাপোরিজ্জয়ার গভর্নর ইভান ফেদেরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, সংশোধন কেন্দ্রের ভবন ধ্বংস হয়েছে এবং মূল ভবনের আশেপাশে আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, গত সোমবার রাতে এই সংশোধনাগার এবং আশপাশের এলাকায় অন্তত আট দফা বোমা ফেলেছে রুশ যুদ্ধবিমান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির শীর্ষ সহকারী আন্দ্রিয়ে ইয়েরমাক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৃথক এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, “এই হামলার মাধ্যমে আরও একটি যুদ্ধাপরাধ করল রাশিয়া।” প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর ৬ মাস পরে জাপোরিজ্জিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে; কিন্তু তারপর থেকেই জাপোরিজ্জিয়ার বিভিন্ন এলাকায় রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। রাশিয়া ও ইউক্রেন- উভয়েই জানিয়েছে যে যুদ্ধে বেসামরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে না। কিন্তু সত্য হলো, গত সাড়ে ৩ বছরে রাশিয়া ও ইউক্রেনে হাজার হাজার বেসামরিক যুদ্ধে নিহত হয়েছেন। সূত্র : রয়টার্স