বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্সসহ ১৫ পশ্চিমা দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিদেশ : ফ্রান্স, স্পেন, নরওয়ে ও ফিনল্যান্ডসহ ১৫টি পশ্চিমা দেশ বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলনের পর ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই যৌথ বিবৃতি এলো। বিবৃতিতে জানানো হয়, এর লক্ষ্য হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে পুনরুজ্জীবিত করা। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এঙ্-পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্কে আরও ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একটি সম্মিলিত আবেদন জারি করছে: আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যারা এখনো এটি করেনি, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি।’ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, তিনি আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন। এরপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা করে। গত মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়াসহ ‘বিভিন্ন পদক্ষেপ’ না নিলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে এখনো স্বীকৃতি দেয়নি – এমন ৯টি দেশ অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডসহ অনেকেই ‘তাদের দেশের ইচ্ছা বা ইতিবাচক বিবেচনা’ প্রকাশ করেছে। ফ্রান্স-আরব সম্মেলনে ১৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনের অবসান ঘটানোর আহ্বানও জানিয়েছে।


এই বিভাগের আরো খবর