বিদেশ : ফ্রান্সের পেমেন্টস কোম্পানি ওয়ার্ল্ডলাইন বুধবার জানিয়েছে, তারা ২০২৫ সালের প্রথমার্ধে ৪.২ বিলিয়ন ইউরো (৪.৮ বিলিয়ন ডলার) লোকসানের সম্মুখীন হয়েছে। যা বিভিন্ন সম্পদের রাইটডাউন বা অবচয়ের কারণে হয়েছে। তারা এই ঘোষণা এমন এক সময়ে দেয় যখন কয়েক সপ্তাহ আগেই একটি গণমাধ্যম তদন্তে দাবি করা হয়েছিল কোম্পানিটি বিলিয়ন বিলিয়ন ইউরো সন্দেহজনক লেনদেন করেছে। প্যারিস এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওয়ার্ল্ডলাইন এমন এক কোম্পানি যারা অনলাইন ও অফলাইন উভয় ব্যবসার লেনদেন পরিচালনার মাধ্যমে কমিশন আয় করে। তারা জানিয়েছে যে ভোক্তাদের ব্যয় হ্রাসের কারণে তাদের মোট রাজস্বও ৩.৪ শতাংশ কমে ২.২ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। সামপ্রতিক বছরগুলোতে কোম্পানিটি নিয়মিতভাবে তার আর্থিক পূর্বাভাস সংশোধন করেছে। ফলে, এর পতনশীল শেয়ারের দামের কারণে এটি প্যারিস স্টক এঙ্চেঞ্জের বেঞ্চমার্ক সিএসি ৪০ সূচক থেকে সরে গেছে। জুনের শেষের দিকে সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম কর্তৃক প্রকাশিত একটি তদন্তে ওয়ার্ল্ডলাইনকে অনলাইন ক্যাসিনো, ক্রিপ্টো-সম্পদ প্ল্যাটফর্ম, পর্ন সাইট এবং এমনকি সন্দেহভাজন মানি লন্ডারিং নেটওয়ার্কসহ ঝুঁকিপূর্ণ খাতে কোটি কোটি ইউরোর সন্দেহজনক লেনদেন প্রক্রিয়াকরণের অভিযোগ আনা হয়। এই রিপোর্ট প্রকাশের ফলে এর স্টকের দাম আরও কমে যায়। ওয়ার্ল্ডলাইনের সিইও পিয়েরে অ্যান্টোইন ভ্যাচেরন মঙ্গলবার এক কনফারেন্স কলে বলেন, সংবাদ প্রতিবেদনের পর কোম্পানির পক্ষ থেকে যে অডিট করানো হয়েছে, তার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে আমরা জানি আমাদের সকল নিয়ন্ত্রিত কার্যক্রমে এখন একটি অত্যন্ত সুস্থ ও সুষ্ঠু অবস্থা বিরাজ করছে।