বিদেশ : রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের কাছে সমুদ্রে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট সুনামি ঢেউ আছড়ে পড়েছে হাওয়াই থেকে জাপান পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। বুধবারের এই দুর্যোগে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। সুনামির সতর্কতায় জাপানের উপকূলীয় শহরগুলো থেকে শুরু করে হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাত্র ১৯ কিলোমিটার গভীরে। শহরটির ২৫ বছর বয়সী এক বাসিন্দা ইয়ারোস্লাভ বলেন, কম্পন তিন মিনিটের বেশি স্থায়ী ছিল। মনে হচ্ছিল, যেকোনও মুহূর্তে দেয়াল ভেঙে পড়বে। সুনামির ঢেউ কামচাটকার উত্তরাঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরের বন্দর ও মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্লাবিত করেছে। ড্রোনচিত্রে দেখা গেছে, শহরের উপকূলবর্তী অঞ্চল সম্পূর্ণ জলমগ্ন। বন্দরে থাকা অনেক নৌযান ভেসে গেছে। রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, একটি কিন্ডারগার্টেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অধিকাংশ ভবন ভূমিকম্প সহ্য করতে পেরেছে। হাওয়াই দ্বীপপুঞ্জে ১.৭ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পরে জানায়, বড় ধরনের সুনামির আশঙ্কা নেই। তবে সকাল পর্যন্ত হাওয়াইয়ের বাসিন্দাদের উঁচু ভবনের চতুর্থ তলা বা তার ওপরে আশ্রয় নেওয়ার নির্দেশনা ছিল। উপকূল থেকে জাহাজগুলো সরিয়ে নেওয়া হয় এবং হোনলুলু বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্যালিফোর্নিয়া ও কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে ছোট আকারের ঢেউ আঘাত হানে। জাপানের পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ২০১১ সালের ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামির পর থেকে দেশটি এই ধরনের দুর্যোগে অতিমাত্রায় সতর্ক। এবারও ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। হোক্কাইদো দ্বীপে বহু মানুষকে ছাদে তাঁবুতে আশ্রয় নিতে দেখা গেছে। একটি গাড়ি পাহাড়ি রাস্তায় ছিটকে পড়ে গেলে ৫৮ বছর বয়সী এক নারী মারা যান। তিনটি সুনামি ঢেউয়ের মধ্যে সর্বোচ্চ ঢেউ ছিল ১.৩ মিটার উচ্চতার। যদিও কোনও পারমাণবিক স্থাপনায় ত্রুটির খবর পাওয়া যায়নি। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, রাশিয়া, হাওয়াই, ইকুয়েডর ও জাপানসহ বিভিন্ন দেশের উপকূলে ৩ মিটার বা তার বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। চিলি ও সলোমন দ্বীপসহ অন্যান্য দেশেও ১ থেকে ৩ মিটার ঢেউ আঘাত হানার শঙ্কা রয়েছে। জাপানের এনএইচকে জানিয়েছে, এই উচ্চতার ঢেউ সরাসরি প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে যারা উপকূলে অবস্থান করছেন।