ওয়েস্ট ইন্ডিজের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ টেস্টে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া ক্যারিবীয়রা। যে কারণে কিংসটনে তৃতীয় টেস্টে সর্বশক্তি প্রয়োগ করছে ওয়েস্ট ইন্ডিজে। শামার জোসেফ, জাইডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ২২৫ রানে (৭০.৩ ওভারে) গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। গত শনিবার সাবিনা পার্কে টস জিতে ব্যাট করে নেমে একদিনও টিকতে পারেনি অস্ট্রেলিয়া। ১২ বছর পর নাথান লিয়নকে বাদ দিয়ে একাদশ সাজানো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় তৃতীয় সেশনের মাঝামাঝিতে। এরপর দিনের বাকি সময় ৯ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৬ রান করে প্রথম দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এখন পিছিয়ে ২০৯ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন স্টিভ স্মিথ। ক্যামেরন গ্রিন ৪৬, অধিনায়ক প্যাট কামিন্স ২৪, উসমান খাজা ২৩, অ্যালেঙ্ কেরে ২১ ও ট্র্র্যাভিস হেড ২০ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন পেসার শামার জোসেফ। ৩টি করে উইকেট নেন জাস্ট্রিন গ্রিভস ও জাইডেন সিলস। অস্ট্রেলিয়াকে ২২৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ওপেনার কেভলন অ্যান্ডারসনের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বলে ৩ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন ক্যারিবীয় ওপেনার। ব্রান্ডন কিং ৮ ও রস্টন চেজ ৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।