বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়ার কোটি টাকা চুরি

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছে গেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়াই আজ চরম প্রতারণার শিকার। যাকে বিশ্বাস করে জীবনের প্রতিদিনের দায়িত্ব তুলে দিয়েছিলেন, সেই সহকারী বেদিকা প্রকাশ শেঠিই নাকি জড়িয়েছেন চাঞ্চল্যকর এক আর্থিক প্রতারণায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেঠি আলিয়ার প্রোডাকশন হাউস, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং অভিনেত্রীর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করেছেন। রিপোর্ট অনুযায়ী, বেদিকা এই দুই অ্যাকাউন্ট থেকে মোট ৭৬,৯০,৮৯২ টাকা আত্মসাৎ করেছেন। আরও জানা যায়, অভিনেত্রীর সই নকল করে তারই অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেন বেদিকা। এ ঘটনায় প্রতারণার মামলা করা হলে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তাকে। এ বিষয়ে জুহু পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের পর বেদিকা শেঠিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে এই প্রতারণা করে আসছিলেন। পুলিশ এই বিষয়টি তদন্ত করছে যে টাকা কীভাবে এবং কখন-কখন টাকা তোলা হয়েছে। তবে এখনো পর্যন্ত আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এদিকে ইটারনাল সানশাইন প্রডাকশনস ব্যানারের প্রথম ছবি ছিল ‘ডার্লিংস’ যেটি শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্টের সাথে কো-প্রোডিউরের মাধ্যমে বানানো হয়েছিল এবং মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে । এই ছবিতে আলিয়ার সঙ্গে বিজয় বর্মা এবং শেফালি শাহ কাজ করেছিলেন। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’র শুটিংয়ে । এটি একটি স্পাই ইউনিভার্স চলচ্চিত্র, যেখানে আলিয়ার সঙ্গে শর্বরীকেও দেখা যাবে পর্দায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।


এই বিভাগের আরো খবর