মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কারিগরি শিক্ষায় নজরদারি প্রয়োজন বেকারত্ব দূর করতে : গণশিক্ষা উপদেষ্টা

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন নন-ফরমাল এডুকেশন ব্যুরো এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে ‘স্কিল-ফোকাসড লিটারেসি ফর আউট অব স্কুল অ্যাডোলেসেন্টস (স্কিলফো)’ পাইলট প্রকল্পের জাতীয় পর্যায়ে প্রচার অনুষ্ঠানে বললেন,

 “বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন। শিক্ষা নিয়ে আমাদের গতানুগতিক ছকের বাইরে গিয়ে ভাবতে হবে, শিশু ও কিশোর-কিশোরীরা প্রাথমিক শিক্ষার বাইরে দক্ষতা অর্জন করলে বাংলাদেশের সকল সেক্টরে নির্দ্বিধায় কাজ করতে পারবে।”

গণশিক্ষা উপদেষ্টা আরও যোগ করে বলেন, “প্রান্তিক পর্যায়ে গণ ও কারিগরি শিক্ষার প্রয়োগ বাড়াতে স্কিলফো প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশনের সচিব ড. কে এম কবিরুল ইসলাম।”

স্কিলফো-তে ১৪ থেকে ১৮ বছর বয়সী মোট ৬,৮২৫ জন বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীকে প্রি-ভোকেশনাল পর্যায়ের দক্ষতা-ভিত্তিক সাক্ষরতা শিক্ষা প্রদান করা হয়। প্রকল্পটির সফল বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিশ্লেষণের ভিত্তিতে আগামীতে কার্যক্রমটি দেশের ১৬টিরও বেশি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।


এই বিভাগের আরো খবর