বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১২ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

বিনোদন: টলিউডের রূপালি পর্দায় এক সময় রাজত্ব করেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি জুটি। ‘চ্যালেঞ্জ’, ‘দুজনে’ ও ‘রোমিও’র মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই দুই তারকা ছিলেন শুধু পর্দার জুটি নয়, বাস্তব জীবনেও তাঁদের প্রেম নিয়ে চলত টলিপাড়ায় নানা আলোচনা। সেই সম্পর্ক ভাঙার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল শনিবার দেব ও শুভশ্রী একসঙ্গে জানালেন, তাঁরা আবার ফিরছেন বড় পর্দায়-এই যুগলকে একসঙ্গে দেখা যাবে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায়।
গতকাল শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় দেব ও শুভশ্রী ঘোষণা দেন, ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট (বুধবার)। দীর্ঘ ১২ বছর পর তাঁরা আবার একসঙ্গে কাজ করেছেন। যদিও ভিডিওটিতে তাঁদের আলাদা শটে দেখা গেছে, তবু বক্তব্যে ছিল এক আবেগঘন বার্তা-“সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এবার আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে বড় পর্দায়।”
‘ধূমকেতু’ সিনেমার যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। সে সময় তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও, সিনেমাটির গল্পে বিশ্বাস রেখেই কাজ করতে রাজি হয়েছিলেন দেব ও শুভশ্রী। শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে যায় সিনেমাটির মুক্তি। অবশেষে সব বাধা অতিক্রম করে সিনেমাটি মুক্তি পেতে চলেছে, আর সেই ঘোষণাই যেন নতুন করে দর্শকের আগ্রহ উসকে দিয়েছে।
দেব-শুভশ্রী জুটি শুধু সিনেমার জন্যই নয়, এক প্রজন্মের দর্শকের আবেগের অংশ। তাঁদের একসঙ্গে দেখা মানেই যেন নস্টালজিয়া, পুরনো স্মৃতির ঝলক। ‘ধূমকেতু’ সেই পুরনো রসায়নকে আবার ফিরিয়ে আনার সুযোগ তৈরি করছে। একদিকে যেখানে দেব এখন সংসদ সদস্য হয়ে অভিনয়-রাজনীতি দুই মেরুতে দাঁড়িয়ে আছেন, অপরদিকে শুভশ্রী হয়ে উঠেছেন সফল অভিনেত্রী ও একজন মা-তাঁদের নতুন রূপে দর্শকও খুঁজে পাবেন এক ভিন্ন মাত্রা।
১২ বছরের ব্যবধানে অনেক কিছু বদলে গেলেও, দেব-শুভশ্রীর পর্দার রসায়ন যে এখনও দর্শকের হৃদয়ে রয়ে গেছে, তা বোঝা যাচ্ছে প্রতিক্রিয়ায়। এখন শুধু অপেক্ষা আগামী ১৪ আগস্ট, যখন বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটবেন ভক্তরা।


এই বিভাগের আরো খবর