মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখ খানের বাড়িতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের অভিযান

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

বিনোদন: বলিউড তারকা শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল শনিবার মুম্বাইয়ের বন দপ্তর ও বৃহন্মুম্বাই পুরসভার যৌথ একটি দল এই বিখ্যাত বাংলো পরিদর্শনে যায়। অভিযোগ উঠেছে, মান্নাতে চলমান সংস্কারকাজে উপকূলীয় অঞ্চলের নিয়ম ভাঙা হয়েছে এবং অনুমতিবিহীন নির্মাণও করা হয়েছে বলে সন্দেহ করছে প্রশাসন।
মাস কয়েক ধরেই মান্নাত সংস্কারের কাজ চলছিল। সে কারণে শাহরুখ ও তাঁর পরিবার আপাতত অন্যত্র-পালি হিল এলাকার একটি আবাসনে থাকছেন। এই সুযোগেই মান্নাতে রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠনের কাজ শুরু হয়। তবে এই সংস্কারের কাজেই নাকি রয়েছে একাধিক অনিয়ম। বন দপ্তর এবং পৌর প্রশাসনের দাবি-উপকূলীয় অঞ্চলে নির্মাণ আইন ভেঙে কাজ চলছে এই রাজপ্রাসাদ সদৃশ বাংলোয়।
সমাজকর্মী সন্তোষ দাউন্ডকারের অভিযোগের ভিত্তিতেই মূলত এই অভিযান। প্রাক্তন আইপিএস অফিসার ও পরিবেশবাদী ওয়াই পি সিং জানিয়েছেন, মান্নাতের ভিতরে আগে অনুমোদিত ১২টি ছোট ফ্ল্যাট ছিল, যেগুলো একত্র করে একটি বিলাসবহুল বাংলো বানানো হয়েছে। তাঁর মতে, এই প্রক্রিয়া নগর উন্নয়ন এবং উপকূলীয় আইন লঙ্ঘনের শামিল।
এই বিষয়ে বন দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “অভিযোগের ভিত্তিতে মান্নাত পরিদর্শনে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে আমরা প্রতিবেদন তৈরি করছি।” একই সঙ্গে পুরসভার পক্ষ থেকেও জানানো হয়েছে, বন দপ্তরের অনুরোধেই তারা এই পরিদর্শনে অংশ নিয়েছে।
অভিযোগ অস্বীকার করেছে শাহরুখ খানের প্রতিনিধি দল। তাঁর দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানি স্পষ্টভাবে জানিয়েছেন, “কোনো বেআইনি কাজ হয়নি। সব নির্মাণ কাজই চলছে বৈধ অনুমতি ও প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী।” সংস্কার কাজে যুক্ত কর্মকর্তারাও নিশ্চিত করেছেন, প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
শাহরুখ খানের মান্নাত শুধু একটি বাসভবন নয়, ভক্তদের কাছে এটি এক আবেগের স্থান। জন্মদিন হোক বা উৎসব-হাজার হাজার অনুরাগী এখানে এসে দাঁড়ান কিং খানকে এক নজর দেখার আশায়। এই বাড়ি ঘিরেই এতদিন ছিল সেলিব্রিটির গ্ল্যামার, এবার সেই আবরণে ধরা পড়েছে নিয়ম লঙ্ঘনের অভিযোগ।
এখন দেখার বিষয়, প্রশাসনের তদন্ত রিপোর্ট কী বলছে এবং আদৌ কোনো নিয়ম ভাঙা হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দিনগুলোয় পরিষ্কার হবে।


এই বিভাগের আরো খবর