সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শুভশ্রী মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: গত বছর দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এবং রাজের সংসারে এসেছে নতুন সদস্য। তাঁদের মেয়ে ইয়ালিনি। মেয়ের জন্মের পর এখনও পর্যন্ত ছবি প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পোস্ট করলেন ইয়ালিনির ছবি। ২০২৩ সালেই রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁদের ছেলে ইউভান এবার দাদা হতে চলেছে। তারপর ৩০ নভেম্বর তাঁদের মেয়ে ইয়ালিনির জন্ম হয়। মেয়ের বয়স এখন সাড়ে তিন মাস। মাঝে মধ্যে তার ব্যাপারে আপডেট দিলেও এখনও পর্যন্ত ইয়ালিনির ছবি পোস্ট করেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে এদিন সেই অপেক্ষার অবসান হলো। শুভশ্রীদের বাড়িতে এদিন বেড়াতে এসেছিলেন আকৃতি কক্কর। তখনই তাঁরা ছোট্ট ইয়ালিনিকে নিয়ে ছবি তোলেন। সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুভশ্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে হালকা গোলাপি কুর্তি এবং সাদা প্যান্ট। চোখে সবুজ রঙের চশমা এবং পায়ে হাওয়াই চপ্পল। অন্যদিকে আকৃতি একটি হলুদ রঙের কুর্তি পরে আছেন। তাঁর কোলেই আছে ছোট্ট ইয়ালিনি। যদিও মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। তার মুখের জায়গায় একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে পর পর দুটো প্রজেক্ট রাজ চক্রবর্তীর সঙ্গে করছেন। সদ্যই তাঁরা বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে বাবলি ছবির শ্যুটিং শেষ করেছেন। সেখানে শুভশ্রী ছাড়াও আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, প্রমুখ আছেন। এছাড়া রাজ চক্রবর্তী পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটিতেও দেখা যাবে শুভশ্রীকে। সেটার শ্যুটিং চলছে বর্তমানে।


এই বিভাগের আরো খবর