• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:১৫

রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ভারতের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট খেলবেন না এবং সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই ঘোষণার ফলে এতোদিন তার লংগার ভার্সনের ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনা-কল্পনারও অবসান হলো। ৩৮ বছর বয়সী রোহিত, তার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার। ৬৭টি টেস্টে তিনি করেছেন ৪৩০১ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি। গড় ছিল ৪০.৫৭, যা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে একজন ওপেনারের জন্য বেশ সম্মানজনক। টেস্ট দলের অধিনায়ক হিসেবেও রোহিতের অর্জন কম নয়। তার নেতৃত্বেই ভারত খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। যদিও শেষদিকে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকটি সিরিজে দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, তবুও রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন প্রশ্ন উঠছে, কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক? সামনে রয়েছে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় আছেন জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, শুভমান গিল এবং ঋষভ পন্ত। তাদের মধ্য থেকেই কেউ একজন হাতে তুলে নেবেন ভারতের সাদা পোশাকের নেতৃত্ব। রোহিতের বিদায়ে ভারতীয় টেস্ট ক্রিকেটে একটি অধ্যায়ের অবসান হলো। এখন দেখার বিষয়, নতুন যুগের সূচনা কেমনভাবে হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com