• শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২২

উত্তর ভারতে বেজে উঠল বিমান হামলার সাইরেন

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

বিদেশ : স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উত্তর ভারতের আম্বালায় বিমান হামলার সতর্কতা জারি করেছে দেশটির বিমান বাহিনী। আল জাজিরার লাইভ প্রতিবেদন অন্যসারে, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শহরজুড়ে সাইরেন শোনা যায় এবং নাগরিকদের ঘরের ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়। জারি করা একটি নির্দেশিকা উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিমান বাহিনী স্টেশন থেকে সম্ভাব্য আক্রমণের সতর্কতা পাওয়া গেছে। সাইরেন বাজানো হচ্ছে। সকলকে ঘরের ভেতরে থাকতে এবং বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’ অতিরিক্ত ব্যবস্থা হিসেবে ওই শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমস্ত আলো বন্ধ রাখা হবে। অপরদিকে, তীব্র উত্তেজনার মধ্যে ভারত তাদের সমস্ত বন্দর, শিপিং টার্মিনাল এবং শিপইয়ার্ডগুলোকে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, সামপ্রতিক ঘটনাবলী এবং ভারতীয় উপকূল, বন্দর, টার্মিনাল এবং জাহাজের ওপর সম্ভাব্য হুমকি সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে, বর্ধিত নিরাপত্তা ঝুঁকির সময় অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন প্রয়োজন। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং এটিকে সর্বোচ্চ জরুরিতা এবং অগ্রাধিকারের সাথে বিবেচনা করা উচিত। কঠোরভাবে মেনে চলা প্রত্যাশিত এবং যে কোনো লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ভারত উত্তরাঞ্চলের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করার পর বন্দরগুলোতে এই আদেশ জারি করলো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com