সর্বশেষ :
অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা  শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি চীনের এক বক্তব্যে জাপানের পর্যটন খাতে শেয়ারে দরপতন ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দিল্লি স্টেডিয়াম নিয়ে ভয়ঙ্কর হুমকি!

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

ইমেইলে ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।  শুক্রবার সকালে এই হুমকি পেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে ডিডিসিএ’এর এক উর্ধ্বতন কর্মকর্তা। ডিডিসিএ এর শীর্ষ কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকির ইমেইল পেয়েছি এবং তা ইতোমধ্যেই দিল্লি পুলিশকে ফরোয়ার্ড করে দিয়েছি। তারা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছে এবং কিছুক্ষণ আগে ভেন্যুটির পরিদর্শন করেছে।’ অরুণ জেটলি স্টেডিয়াম আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হোমভেন্যু। আগামীকাল রোববার এই মাঠে দিল্লি ও গুজরাট টাইটানসের মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায় ম্যাচটি সময়তো মতো অনুষ্ঠিত হবে না, এটা নিশ্চিত। গতকাল শুক্রবার বিকেলে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি দেবজিত সাইকিয়া। এক বিবৃতিতে সাইকিয়া বলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) তাৎক্ষণিকভাবে এক সপ্তাহের জন্য চলমান টাটা আইপিএল ২০২৫-এর বাকি অংশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে পরামর্শ করে টুর্নামেন্টের নতুন সময়সূচি ও ভেন্যু সম্পর্কে পরবর্তী আপডেট ঘোষণা করা হবে।’


এই বিভাগের আরো খবর