• শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২০

ভারতীয় হামলায় ধ্বংস হওয়া মসজিদে কাশ্মীরের স্থানীয়দের বিক্ষোভ

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

বিদেশ : পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া একটি মসজিদের স্থানে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সিএনএন-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে  শুক্রবার এই বিক্ষোভ হয়। গত বুধবার ভোরে মুজাফফরাবাদের বিলাল মসজিদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ফলে স্থানীয়রা আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। দুই দিন পর মসজিদে উপস্থিত বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ধর্মীয় ভবনের স্থানে একটি প্রতিবাদ মিছিল বের করে। বিক্ষোভকারীরা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উচ্চস্বরে স্লোগান দেয়। অন্যান্য মসজিদের লোকেরাও এই প্রতিবাদে যোগ দেয়। বিক্ষোভকারীরা পাকিস্তান সেনাবাহিনী এবং সেনাপ্রধানের সমর্থনে স্লোগানও তোলেন। পদযাত্রাটি ভারতের হামলায় বিধ্বস্ত ‘বিলাল মসজিদ’ থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চলে, যা মুজাফফরাবাদের ছাল্লা সেতুতে শেষ হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com