সর্বশেষ :
ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে: জয়শঙ্কর ইউক্রেন রাশিয়ায় উত্তর কোরিয়ার ৩০ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটিরও বেশি শিশু ভালো কথা বললেও পুতিন সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প রোগীদের ইনজেকশন দিয়ে হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু বেদুইন-দ্রুজ সংঘর্ষে সিরিয়ার সুইদা শহরে নিহত ৩৭ গির্জায় গোলাগুলিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিহত ৩ যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে মার্কিন বিশেষ দূত কেলগ প্রতিরক্ষা আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, চার কমান্ডোসহ নিহত ৬

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

বিদেশ : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কমান্ডো এবং দুইজন বিমানবাহিনীর সদস্য ছিলেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার মাদুরু ওয়া এলাকায় একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল। ফ্লাইটটি ‘ফাস্ট-রোপিং’ নামে পরিচিত সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতির সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ছয়জন মারা গেলেও বাকিরা সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান। সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে চারজন ছিলেন বিশেষ বাহিনীর কমান্ডো এবং দুইজন ছিলেন বিমানবাহিনীর গানার। তারা একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফ্লাইটটি পরিচালনা করছিলেন। অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার কৌশল দেখানোর পরিকল্পনা ছিল। দুর্ঘটনার পরপরই অনুষ্ঠানের কার্যক্রম বাতিল করা হয় এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এএফপি জানায়, এটি সামপ্রতিক সময়ে শ্রীলঙ্কা বিমানবাহিনীর সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে এলাকায় একটি চীনা-নির্মিত ওয়াই-১২ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিলেন। আর ২০০০ সালের সেপ্টেম্বরে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।


এই বিভাগের আরো খবর