বর্ষা প্রকৃতির স্নিগ্ধতা নিয়ে এলেও এটি ঘরে আর্দ্রতা, পানি জমা ও ছত্রাকের সমস্যা বয়ে আনে। দীর্ঘসময় ধরে আর্দ্রতার সংস্পর্শে থাকলে দেওয়ালে ফাটল, রং খসে যাওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। তাই বর্ষার আগেই ঘরকে প্রস্তুত করা জরুরি। সেই সঙ্গে হঠাৎ বৃষ্টির হিমেল স্পর্শ উপভোগ করার পরপরই ঘরে এক ধরনের স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়। এই স্যাঁতসেঁতে ভাব ও ভ্যাপসা গন্ধ থেকে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়। বর্ষাকাল আসার আগেই কিছু সাবধানতা অবলম্বন করলে ঘরকে সুরক্ষিত রাখা সহজ হয়ে যাবে-
১. দেওয়ালের ফাটল ও আর্দ্রতা পরীক্ষা করুন। দরজা-জানালার পাশের দেয়ালে ফাটল বা ভেজা দাগ থাকলে তা সিলিকন বা পুটিং দিয়ে মেরামত করুন।
২. ছাদের ড্রেন ও পাইপ পরিষ্কার রাখুন। বর্ষার আগেই ড্রেন পরিষ্কার করে নিন যাতে পানি জমে দেওয়াল ও ছাদের ক্ষতি না হয়।
৩. জলরোধী প্রলেপ দিন। ছাদ ও দেওয়ালে, বিশেষ করে বারান্দার দেওয়ালে ওয়াটারপ্রুফ কোটিং ব্যবহার করতে পারেন।
৪. দিনে জানালা খুলে রাখুন। সূর্যের আলো ও বাতাস চলাচলে আর্দ্রতা কমবে।
৫. কার্পেট সরিয়ে ফেলুন। বর্ষায় ঘরের কার্পেট আর্দ্রতা শোষণ করে রাখে। সেখানে ছত্রাকও হতে পারে।
৬. ভালো বায়ু চলাচলের ব্যবস্থা করুন। এঙ্স্ট ফ্যান ও চিমনি ব্যবহার করুন।
৭. ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এটি ঘরের বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে।
৮. প্রাকৃতিক ডিহিউমিডিফায়ার গাছ রাখুন; যেমন- স্পাইডার প্ল্যান্ট, পিস লিলি ইত্যাদি ঘরের আর্দ্রতা কমাবে।
৯. কাপড় শুকানোর সময় সতর্ক থাকুন। ভালো বাতাসযুক্ত জায়গায় শুকাতে দিন যেন ভ্যাপসা গন্ধ তৈরি না হয়।
১০. আলমারি, ক্যাবিনেটে ও বইয়ের তাকে সিলিকা জেল বা ন্যাপথলিন রাখুন।
এসব মূলত বর্ষাকালের প্রস্তুতি। তবে বৃষ্টির পর হঠাৎ ঘর ভ্যাপসা বোধ করলে কী করবেন? আসুন জেনে নেওয়া যাক-
১. লবঙ্গ এবং দারুচিনি পানিতে প্রায় আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সেই পানি ফুটিয়ে এটি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন।
২. আসবাবের নিচে একটি টিনের বা কাচের পাত্রে এক টুকরো সালফার বা গন্ধক রেখে দিন, এতে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আসবাব মুক্ত থাকবে।
৩. ভাপসা গন্ধ দূর করতে ঘরের উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনেগার রেখে দিলে ভিনেগার ঘরের গন্ধ শুষে নেবে। ফলে ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর হবে।
৪. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। মাঝে মাঝে সেগুলো জ্বালিয়ে রাখতে পারেন।
৫. বৃষ্টির সময় জানালা বন্ধ রাখলেও বৃষ্টি থেমে গেলে জানালা খুলে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা দূর করে দেবে।
এই সহজ টিপসগুলো মেনে চললে বর্ষাকালেও ঘর থাকবে সুস্থ ও সুন্দর।
https://www.kaabait.com